Home জাতীয় খালেদাকে গ্রেপ্তার ও সেনাবাহিনী নামানোর প্রস্তাব সংসদে

খালেদাকে গ্রেপ্তার ও সেনাবাহিনী নামানোর প্রস্তাব সংসদে

433
0

Parliament 01

ডেস্ক রিপোর্ট: দেশে চলমান হরতাল-অবরোধে সহিংসতার ঘটনায় আগামী পাঁচদিনের মধ্যে অবরোধ তুলে না নিলে সেনাবাহিনীসহ যৌথবাহিনী নামানোর প্রস্তাব করা হয়েছে জাতীয় সংসদে। এছাড়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তারের প্রস্তাবও করা হয়েছে।
সংসদ সদস্য নজিবুল বশর মাইজভান্ডারি মঙ্গলবার দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এমন প্রস্তাব করেন। এসময় অন্য সাংসদরাও এতে সমর্থন ব্যক্ত করেন।
মাইজভান্ডারি বলেন, খালেদা জিয়ার নাম উচ্চারণ করতেও লজ্জা হয়। কোনো ধর্ম তার কাছে নিরাপদ নয়। তিনি কোরআন শরীফ জ্বালিয়েছেন। তিনি মিথ্যাবাদী। ইসলামী ঐক্যজোটের সমালোচনা করেন তিনি বলেন, লালবাগ মাদরাসার কিছু লোক ইসলামের নামে খালেদা জিয়ার সঙ্গে নৈরাজ্যে অংশ নিচ্ছে। তারা কীসের ইসলাম করে?
তিনি প্রস্তাব তুলে ধরে বলেন, আগামী পাঁচদিনের মধ্যে এ অবরোধ তুলে না নিলে সেনাবাহিনীসহ যৌথ বাহিনী নামানো হোক। জঙ্গি নেতা খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হোক।
এছাড়া খালেদা জিয়াকে গ্রেফতারের দাবিটি প্রথমে সংসদে উত্থাপন করলে অন্য সংসদ সদস্যরাও এ দাবির পক্ষে নিজেদের সমর্থন ব্যক্ত করেন।

Previous articleজেল গেইট থেকে পুনরায় গ্রেফতার জামায়াত নেতা হারুন
Next articleবরিশালে লঞ্চে আগুন