নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গ্রেফতারের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেই। তবে আদালত থেকে নির্দেশনা পেলে তাকে গ্রেফতার করা হবে।
রোববার সচিবালয়ে আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস উৎযাপন উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জাবাবে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, খালেদা জিয়াকে গ্রেফতারে আমাদের কোনো উদ্যোগ নেই। বিজ্ঞ আদালত যদি বিএনপির নেত্রীকে গ্রেফতারের নির্দেশ দেন তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তা পালন করবে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ও যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী অহমদকে গ্রেফতার প্রসঙ্গে তিনি বলেন, তারা যখনই কথা বলেন তার পরপরই পেট্রোল বোমা ছোঁড়া হয়। তারা যে এর সঙ্গে জড়িত না তা কিভাবে প্রমাণ হবে?