Home জাতীয় খালেদার গাড়িরবহরে থাকা নেতা-কর্মীদের ওপর কাকরাইলে টিয়ার সেল নিক্ষেপ

খালেদার গাড়িরবহরে থাকা নেতা-কর্মীদের ওপর কাকরাইলে টিয়ার সেল নিক্ষেপ

385
0

নিজস্ব প্রতিবেদক: কাকরাইলে প্রধান বিচারপতির বাস ভবনের সামনে খালেদা জিয়ার গাড়ির বহরে থাকা নেতা-কর্মীদের ওপর টিয়ার সেল ছুড়েছে পুলিশ। আদালতের যাওয়ার পথে বেলা ১টার দিকে খালেদার গাড়িবহর কাকরাইল প্রধান বিচারপতির বাস ভবনের কাছে পৌছালে পুলিশ টিয়ার সেল ছোঁড়ে। এসময় মোটর সাইকেলে আগুন দেয়া হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত খালেদা জিয়ার বহর মৎস্য ভবন অতিক্রম করছে।

Previous articleরায় নেতিবাচক হলে শান্তিপূর্ণ আন্দোলন করবে বিএনপি: রিজভী
Next articleদেশের ৩১তম সেনানিবাস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী