Home জাতীয় খালেদার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের ব্যবস্থা নেয়া প্রয়োজন: অর্থমন্ত্রী

খালেদার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের ব্যবস্থা নেয়া প্রয়োজন: অর্থমন্ত্রী

607
0

Finance-minister-Abul-Maal-Abdul-Muhith
ঢাকা: হরতাল অবরোধের মত জনবিরোধী আন্দোলন করার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের ব্যবস্থা নেয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘জার্নি’ নামের একটি সংগঠন ‘চলমান রাজনৈতিক সহিংসতায় ক্ষতিগ্রস্থ শিক্ষা ব্যবস্থা’ শীর্ষক ওই সেমিনারের আয়োজন করে।
তিনি বলেন, অবরোধ-হরতাল রাজনৈতিক আন্দোলন নয়। রাষ্ট্রবিরোধী, জনবিরোধী আন্দোলন। এর জন্য খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের ব্যবস্থা নেয়া প্রয়োজন।
অর্থমন্ত্রী আরো বলেন, নির্বাচনে অংশ না নিয়ে খালেদা জিয়া নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছিলেন। নির্বুদ্ধিতার প্রায়শ্চিত্ত কি জ্বালাও-পোড়াও? আমি মনে করি, এর প্রায়শ্চিত্ত রাজনীতি ছেড়ে দেয়া।
একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম বলেন, সন্ত্রাসীর সঙ্গে আলোচনা করে কোনো সমাধান নয়। তাদের অন্যায় স্বীকার করতে হবে, এরপর আন্তর্জাতিক উদ্যোগে আলোচনা হতে পারে। এর আগে আমাদের পক্ষ থেকে সাড়া দেয়ার কোনো প্রশ্নই ওঠে না।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. খন্দকার বজলুল হক। বিশ্ব শিক্ষক ফেডারেশনের সভাপতি মাহফুজা খানমের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ড. এ কে আজাদ চৌধুরী, শিক্ষাসচিব নজরুল ইসলাম খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. এস এম এ ফায়েজ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক হারুন-অর-রশিদ প্রমুখ।

Previous articleহত্যাকারীদের বিরুদ্ধে জনমত গড়তে প্রধানমন্ত্রীর আহ্বান
Next articleরোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ চাইলেন এরশাদ