ঢাকা: বিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় জোট নেতা খালেদা জিয়া শুক্রবার বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছেন। বিকেল ৪টায় তার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের চলমান পরিস্থিতি এবং বিএনপি ও ২০ দলীয় জোটের অবস্থান ব্যাখ্যা করে এক সংবাদ-সম্মেলনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।
উল্লেখ্য, গত ৫ জানুয়ারি দশম সংসদের বর্ষপূর্তির দিন রাজধানীতে সমাবেশ করতে না পেরে তার কার্যালয়ে ‘অবরুদ্ধ’ থেকেই লাগাতার অবরোধের ডাক দেন খালেদা জিয়া। ৩ জানুয়ারি রাত থেকেই ওই কার্যালয়ে রয়েছেন তিনি। এরপর দফায় দফায় দেশজুড়ে হরতালও ডেকেছে ২০ দলীয় জোট।