Home রাজনীতি খালেদা জিয়াকে কারাগারে রেখে কোনো নির্বাচন সম্ভব নয়: দুদু

খালেদা জিয়াকে কারাগারে রেখে কোনো নির্বাচন সম্ভব নয়: দুদু

531
0

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে কোনো নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

বুধবার দুপুরে এক মানববন্ধনে তিনি বলেন, স্বাধীনতার অপর নাম বেগম খালেদা জিয়া। তিনি ন্যায়ের প্রতীক, বাংলাদেশের আদর্শের অপর নাম বেগম খালেদা জিয়া। খালেদা জিয়া বাংলাদেশের মানুষের আদর্শ, এ দেশের ছাত্র-ছাত্রী, যুবক, কামার-কুমার, জেলে-তাঁতী-কৃষকের নয়নের মনি। সেই বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে আটকে রাখার মানে হচ্ছে এ দেশের গণতন্ত্র ও স্বাধীনতাকে জেলখানায় বন্দি রাখা। তিনি অন্যায় এবং মিথ্যা মামলায় কারাগারে বন্দি থাকবে আর আমরা নির্বাচনে যাবো, বাংলাদেশের মানুষ নির্বাচনে যাবে- এটা কখনো হয়?

Previous articleসুনামগঞ্জে মাদকসহ গ্রেফতার ২
Next articleনির্বাচনের আগে চাকরি থেকে অবসরের বয়স বাড়ছে না: অর্থমন্ত্রী