Home বাংলাদেশের সংবাদ খালেদা জিয়াকে দুনিয়া থেকে সরাতে চায় সরকার: রিজভী

খালেদা জিয়াকে দুনিয়া থেকে সরাতে চায় সরকার: রিজভী

534
0

নিজস্ব প্রতিনিধি:  বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের জনগণের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে দুনিয়া থেকে সরিয়ে দেয়ার নীলনকশা তৈরী করেছে সরকার। তাকে মিথ্যা মামলায় ক্ষমতার মত্ততায় দেড় বছর বন্দী রাখা হয়েছে। তিনি গুরুতর অসুস্থ। তার জামিনে এখন সরাসরি বাধা দিচ্ছেন মিডনাইট নির্বাচনের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার সকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আদালতে হস্তক্ষেপ করার পাশাপাশি দেশনেত্রীর আইনজীবীদেরও আইনি পদক্ষেপ গ্রহণে বাধা দেয়া হচ্ছে। দেশনেত্রীর ওকালতনামায় স্বাক্ষর করতে দেয়া হচ্ছে না।

Previous articleখালেদা জিয়া রাজনীতির জন্য বড় হুমকি: তথ্যমন্ত্রী
Next articleসাবেক প্রধান বিচারপতি সিনহার বিরুদ্ধে মামলার অনুমোদন