Home রাজনীতি খালেদা জিয়াকে আদালত জামিন দিলে সরকার হস্তক্ষেপ করবে না: কাদের

খালেদা জিয়াকে আদালত জামিন দিলে সরকার হস্তক্ষেপ করবে না: কাদের

561
0

অনলাইন ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‌‘বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে আদালত জামিন দিলে সেক্ষেত্রে সরকার কোনো হস্তক্ষেপ করবে না। খালেদা জিয়াকে জামিন দেওয়া, না দেওয়ার সম্পূর্ণ এখতিয়ার আদালতের। তাকে (খালেদা জিয়া) শাস্তি দিয়েছেন আদালত। জামিন দেওয়ার দায়িত্বও আদালতের। এক্ষেত্রে সরকারের তো কিছুই করার নেই।’

সোমবার বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এ কথা বলেন। বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীর সব কর্সসূচি সফল করার লক্ষ্যে এই বর্ধিত সভার আয়োজন করা হয়।

‘আগামী সপ্তাহে আদালত খালেদা জিয়ার জামিন দেবে’, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘তিনি (মওদুদ) একজন বিজ্ঞ আইনজীবী, তিনি হয়তো ধারণা করেই বলেছেন। এক্ষেত্রে বিচার সম্পূর্ণটাই আদালত করেছেন। তাকে (খালেদা জিয়া) শাস্তি দিয়েছেন আদালত। জামিন দেওয়ার দায়িত্বও আদালতের। আমরা সবসময় আদালতকে সম্মান প্রদর্শন করি। তাই আদালতের রায় সর্বশেষ বিচার হিসেবে গণ্য হবে।’

Previous articleরামপালসহ বিতর্কিত সব প্রকল্প স্থগিত করার দাবি টিআইবির
Next articleতত্ত্বাবধায়ক সরকারের অধীনে আবার নির্বাচন দিতে হবে: ফখরুল