Home জাতীয় খালেদা জিয়াকে নিজ খরচে চিকিৎসা করাতে ভাইয়ের আবেদন

খালেদা জিয়াকে নিজ খরচে চিকিৎসা করাতে ভাইয়ের আবেদন

702
0

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিজ খরচে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা করানোর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আবেদন করেছেন তার ভাই শামীম ইস্কানদার। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, খালেদা জিয়াকে আজই সম্মিলিত সামরিক হাসপাতালে(সিএমআইচ) চিকিৎসা নেয়ার প্রস্তাব দেয়া হবে।
মঙ্গলবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের কাছে নিজ খরচে খালেদা জিয়ার চিকিৎসা করানোর বিষয়ে আবেদনটি করেন তার ছোট ভাই শামীম ইস্কানদার। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দফতর চিঠিটি গ্রহণ করেছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

আবেদনপত্রে শামীম ইস্কানদার লিখেছেন, ‘বর্তমানে আমার বড় বোন খালেদা জিয়াকে ঢাকার নাজিমউদ্দিন রোডে অবস্থিত কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন অসুখে আক্রান্ত। কারা অভ্যন্তরে তিনি প্রয়োজনীয় চিকিৎসার সুযোগ পাচ্ছেন না। ফলে দীর্ঘ কারাবাসে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে।’

আবেদনে খালেদা জিয়ার ভাই আরো বলেন, ‘গত ৯ জুন কারা কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে চারজন বিশেষজ্ঞ চিকিৎসক কারা অভ্যন্তরে তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করেন। উক্ত চিকিৎসকরা জানেয়েছেন যে, খালেদা জিয়া গত ৫ জুন ‘মাইল্ড স্ট্রোকে’ আক্রান্ত হন। ফলে ভবিষ্যতের জন্য এ ধরনের বিষয় বড় ধরনের ঝুঁকির পূর্বাভাস বহন করছে। তাকে অনতিবিলম্বে ঢাকার ‘ইউনাইটেড হাসপাতালে’ ভর্তি করে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা প্রদান করা জরুরি। তাই খালেদা জিয়ার এ ধরনের সব চিকিৎসা ব্যয় আমরা নিজ/পারিবারিকভাবে বহন করবো।’

এই আবেদন পাওয়ার পরই ইউনাইটেড হাসপাতালের বদলে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়ার প্রস্তাব দেয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি সচিবালয়ে সাংবাদিকদের বলেন, কারাবিধি অনুযায়ী খালেদা জিয়াকে ‘সর্বোচ্চ সেবা’ দেওয়ার লক্ষ্যে তারা এখন সিএমএইচের প্রস্তাবটি দেবেন। মন্ত্রী বলেন, ‘তিনি যদি সেখানে (সিএমএইচ) যেতে চান, আমরা সেখান থেকেও তার পরীক্ষা-নিরীক্ষা করিয়ে দিতে পারি। আমরা তার চিকিৎসার জন্য সরকারিভাবে সর্বোচ্চ প্রচেষ্টা নিয়েছি।’

সোমবারই খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিএসএমএমইউ-তে নেয়ার পরিকল্পনা ছিলো কারা কর্তৃপক্ষের। তবে খালেদা জিয়া সেখানে চিকিৎসা নিতে রাজি না হওয়া তাকে সেখানে নেয়া হয়নি। কারা মহাপরিদর্শক সৈয়দ ইফতেখার উদ্দিন জানান কারাবিধিতে বেসরকারি হাসপাতালে নেওয়ার সুযোগ না থাকায় তা পেতে হলে খালেদা জিয়াকে আবেদন করতে হবে। এরপর খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে ইউনাইটেড হাসপাতালে নিজ খরচে চিকিৎসা নেওয়ার আবেদন নিয়ে বিএনপির একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যায়।

Previous articleদিরাইয়ে বৃদ্ধের উপর হামলার ঘটনায় আটক সায়েলের জামিন নামঞ্জুর
Next articleখালেদাকে সিএমএইচে নেয়ার প্রস্তাব স্বরাষ্ট্রমন্ত্রীর