Home বিভাগীয় সংবাদ খালেদার সঙ্গে সাবেক সচিবদের সাক্ষাৎ

খালেদার সঙ্গে সাবেক সচিবদের সাক্ষাৎ

573
0

khaleda
ঢাকা: নিজ কার্যালয়ে অবরুদ্ধ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গেছেন সরকারি প্রশাসনের সাবেক ১১ জন সচিব। শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে সাবেক সচিব আবদুল হালিমের নেতৃত্বে ১১ সদস্যের দলটি খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে যান।
সচিবদের মধ্যে রয়েছেন, ইসমাইল জবিহউল্লাহ, ক্যাপ্টেন সুজা উদ্দিন, মনিরুজ্জামান খান, এসএম আলীমুজ্জামান, আবদুর রশীদ, আবদুস সবুর, মনিরুল ইসলাম, ফজলুল করিম, আবদুল বারি ও বিজন সরকার।
প্রসঙ্গত, একতরফা নির্বাচনের বর্ষপূর্তির দিন গত ৫ জানুয়ারি বিএনপির পূর্বঘোষিত সমাবেশ ঠেকাতে এর একদিন আগেই দলটির চেয়ারপারসন খালেদা জিয়াকে তার গুলশানের কার্যালয়ে অবরুদ্ধ করে পুলিশ। এখনো তিনি অবরুদ্ধ রয়েছেন।
এরপর ৫ জানুয়ারি সমাবেশের উদ্দেশে কার্যালয় থেকে বের হওয়ার চেষ্টার করলে পুলিশের পিপার স্প্রে’র শিকার হন খালেদা জিয়া। ঘটনার পর থেকে অসুস্থ হয়ে পড়েন তিনি। এখনো পুরোপুরি সেরে উঠেননি সাবেক এই প্রধানমন্ত্রী।

Previous articleদেশে ৯৬ পূর্ববর্তী সংকট বিরাজ করছে: ড. কামাল
Next articleজগন্নাথপুরে আলোকিত সামাজ কল্যাণ সংস্থা’র কার্যকরি কমিটি গঠন