Home বিভাগীয় সংবাদ খালেদা জিয়ার গাড়িবহরে হামলা

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা

376
0

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহর চৌদ্দগ্রাম পেরিয়ে ফেনী জেলার সীমানার শুরুতে মোহাম্মদ আলী বাজারে হামলার মুখে পড়েছে। রোহিঙ্গাদের অবস্থা সড়জমিনে দেখতে চট্টগ্রাম হয়ে ক্সবাজারের উদ্দেশ্যে বেগম জিয়া আজ শনিবার সকালে সড়কপথে রাওনা হয়েছেন। শনিবার বিকেলে এই হামলার ঘটনা ঘটে।
জানা গেছে, খালেদা জিয়াকে বহন করা গাড়িটি মোহাম্মদ আলী বাজার পেরিয়ে যাওয়ার পর একদল যুবক ওই হামলা চালায়। এতে গণমাধ্যমসহ বহরের বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত গাড়িগুলোর মধ্যে একাত্তর, ডিবিসি, চ্যানেল আই ও বৈশাখী টেলিভিশনের গাড়ি রয়েছে। এছাড়া বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাদের গাড়িও রয়েছে।

বিকাল পৌনে ৫টার দিকে বিএনপি চেয়ারপারসনের গাড়িসহ বহরের ৩০টির মতো গাড়ি মোহাম্মদ আলী বাজার অতিক্রমের পরপরই ১৫-২০ যুবক লাঠিসোঁটা নিয়ে সড়কে উঠে আসে। কয়েকজনের হাতে আগ্নেয়াস্ত্রও দেখা গেছে বলে জানা গেছে।

Previous articleযুবকদের দেহ বিক্রিতে বাধ্য করছে জার্মান পুলিশ
Next articleবিএনপি-জামায়াত সুযোগ পেলে সবকিছুই শেষ করে দেবে: মেনন