Home প্রবাস খালেদা জিয়ার মহাসমাবেশ ঘিরে ইউরোপ প্রবাসী বাংলাদেশীরা সরগরম

খালেদা জিয়ার মহাসমাবেশ ঘিরে ইউরোপ প্রবাসী বাংলাদেশীরা সরগরম

591
0

লন্ডন থেকে সাইফুর রহমান পারভেজ: আগামী মঙ্গলবার বেগম খালেদা জিয়ার লন্ডনের মহাসমাবেশ ঘিরে ইউরোপ প্রবাসী বাংলাদেশীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। সবকিছু ঠিকঠাক থাকলে ধারনা করা হচ্ছে এটি হবে দেশের বাইরে স্মরনকালের অন্যতম বড় মহাসমাবেশ। হাজার হাজার মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত এ সমাবেশ রাজনৈতিক নতুন মোড় দিতে পারে বলে মনে করা হচ্ছে। ইউরোপের প্রায় সব দেশ থেকেই নেতাকর্মীরা লন্ডন আসতে শুরু করেছেন। পর্তুগাল থেকে আসা যুবদল নেতা আরিফ বিল্লাহ জানান, বেগম জিয়ার মহাসমাবেশ সফল করতে পর্তুগাল থেকে তার নেতৃত্বে মোট ২০ জনের টীম এসেছে, ছোট ছোট গ্রুপে প্রায় তিন চারশত নেতাকর্মীর যোগ দেয়ার কথা রয়েছে।

দক্ষিন লন্ডনের একটি পার্কে মহাসমাবেশের আয়োজনে যুক্তরাজ্য বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা চূড়ান্ত প্রস্তুতি নিয়েছেন বলে জানান যুবদল নেতা ইকবাল হোসাইন। বেগম জিয়ার সমাবেশকে কেন্দ্র করে লন্ডনের বাঙলীপাড়ায় চলছে সরগরম আলোচনা। পূর্ব লন্ডনের প্রতিটা বাংলাদেশী রেস্টুরেন্ট, ক্যাফেতে জমে উঠেছে রাজনৈতিক আড্ডা। সমাবেশে যোগ দিতে অনেকেই মঙ্গলবারের আগাম ছুটি চেয়েছেন মালিকপক্ষের কাছে। তবে উক্ত মহাসমাবেশে ইউরোপ জামায়াত থাকবে কিনা তা এখনো জানা যায়নি।

Previous articleরাজনীতিতে নির্বাচনী উত্তাপ
Next articleজগন্নাথপুরের নির্বাচনের প্রচার এখন লন্ডনে