ঢাকা: শুভ বড় দিন ও নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন খ্রীষ্টান সম্প্রদায়ের নাগরিকবৃন্দ। রাত সাড়ে ৯টায় চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় খালেদা জিয়া বড় দিন উপলক্ষ্যে কেক কাটেন।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশন সভাপতি এলবার্ট পি কস্টা, ক্ষুদ্র জাতি গোষ্ঠির সভাপতি মৃগেন হাগিদক, সাধারণ সম্পাদক অধ্যাপক মার্শেল এম চিরান, এডভোকেট জন গমেজ, আর্চ বিশপ পৌলিনুস কস্টা, সুব্রত উইলিয়াম রোজারিও, অধ্যাপক ড. সুকোমল বড়য়া, পাপরি আলফেড প্রমুখ।
এছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার, আ স ম হান্নান শাহ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক এডভোকেট গৌতম চক্রবর্তী উপস্থিত ছিলেন।