ঢাবি: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সরকার স্বৈরাচারী হয়ে গেছে এমন অজুহাতে মানুষ পুড়িয়ে মারার সন্ত্রাসী কার্যকলাপ চলতে পারে না। যারা প্রকাশ্যে পেট্রোলবোমা মেরে মানুষ হত্যা করে তারা খুনী। আর খুনীদের সঙ্গে কোন সংলাপ হতে পারে না।
মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় আরসি মজুমদারে ‘যে অন্ধত্বের নাম ভালোবাসা’ কবিতার বইয়ের মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খুব শিগগিরই সন্ত্রাসীদের দমন করা হবে বলেও তিনি জানান।
‘আদর্শ’ প্রকাশনা থেকে প্রকাশিত এ বইটির লেখিকা এটিএন বাংলার সংবাদ উপস্থাপিকা লোপা হোসাইন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আরসি মজুমদার মিলনায়তনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রোবায়েত ফেরদৌসের পরিচালনায় আলোচনা করেন লেখক ও সাংবাদিক আনিসুল হক, ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. গোলাম রহমান, ‘আদর্শ’র প্রকাশক মামুন-অর-রশিদ প্রমুখ।