খোকার ১৩ বছরের কারাদণ্ড: সম্পত্তি ক্রোকের নির্দেশ

0
645

ঢাকা: জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকাকে ১৩ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১১ লাখ টাকা জরিমানা ও সম্পত্তি ক্রোকের নির্দেশ দেয়া হয়েছে। ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদ্দার আজ মঙ্গলবার এ রায় ঘোষণা করেন। এ  মামলায় বিভিন্ন সময় ৪০ জন সাক্ষী সাক্ষ্য দেন।

মামলার এজাহার থেকে জানা যায়, ১৭ কোটি ৫৭ লাখ ৩ হাজার ৪০৮ টাকার জ্ঞাত আয়ের বাইরে অর্জনের অভিযোগে ২০০৭ সালের ৬ ডিসেম্বর রাজধানীর রমনা থানায় সাদেক হোসেন খোকা, তার স্ত্রী ও ছেলে-মেয়ের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন দুদকের সহকারী পরিচালক মো. শামসুল আলম। খোকার এই দুর্নীতিতে তাকে সহযোগিতা করেছেন তার স্ত্রী ইসমত আরা হোসেন, মেয়ে সারিকা সাদেক ও ছেলে ইশরাক হোসেন। পরে ঘটনার তদন্ত করে ২০০৮ সালের ১ জুলাই খোকার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।