Home জাতীয় গণতন্ত্রের সমাধি হয়ে গেছে: এরশাদ

গণতন্ত্রের সমাধি হয়ে গেছে: এরশাদ

459
0

স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, গণতন্ত্র রক্ষার জন্য ক্ষমতা ছেড়েছিলাম। এখন দেখি গণতন্ত্রের সমাধি হয়ে গেছে। জন প্রশাসন, জুডিশিয়ারি, নির্বাচন কমিশনসহ সব প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। শুক্রবার বিকালে উপজেলা দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন-আগে উন্নয়ন পরে গণতন্ত্র। তার এ কথায় বুঝা যায়, গণতন্ত্র নির্মূল হয়েছে, সমাধি হয়ে গেছে।

তিনি বলেন, খালেদা জিয়া আমার ওপর অবিচার করেছেন। আমাকে ধংস করতে চেয়েছেন। এখন তাদের অস্থিত্বই বিলীন হওয়ার পথে। সামনে কোন নির্বাচন করতে পারবে কিনা সংশয় রয়েছে। করতে পারলেও নেতৃত্ব দেয়ার কেউ থাকবে না। সরকারের উদ্দেশে তিনি বলেন, আগামী পৌর নির্বাচন যদি সুষ্ঠু করতে পারেন তাহলে আপনাদের আগের সব অপকর্ম মানুষ ভুলে যাবে।

Previous articleনবীনলীগ পর্তুগাল শাখার কমিটি গঠন: সভাপতি রুবেল, সাধারণ সম্পাদক মহসিন
Next articleজগন্নাথপুরে ডিজিটাল ডেন্টাল সার্জারির উদ্বোধন