Home রাজনীতি গণতন্ত্র ধ্বংসকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে: খালেদা জিয়া

গণতন্ত্র ধ্বংসকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে: খালেদা জিয়া

349
0

স্টাফ রিপোর্টার: গণতন্ত্র ধ্বংসকারী অপশক্তিগুলোর চক্রান্ত ও ষড়যন্ত্র নস্যাৎ করে দিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ ডা. মিলন দিবসে দেয়া এক বাণীতে তিনি এ তাগিদ দেন। তিনি বলেন, আমাদের গণতন্ত্র আবারও গভীর খাদের কিনারে গিয়ে পড়েছে। ৫ই জানুয়ারির ভোটারবিহীন নির্বাচনের মধ্যদিয়ে আবারও গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। একদলীয় দুঃশাসনের করাল গ্রাসে গিলে ফেলা হয়েছে বহুদলীয় গণতন্ত্রের পথচলা। গণতন্ত্রের শত্রুরা গণতন্ত্রের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলেছে।

মানুষের নাগরিক স্বাধীনতা অপহরণ করা হয়েছে। মানুষের জীবন এখন দুর্বিষহ। মানুষের কথা বলা ও ভোটের অধিকার হরণ করে অতীতের বাকশাল এখন নবসংস্করণে ভয়াল রূপ ধারণ করেছে। গণতন্ত্র ধ্বংসকারী অপশক্তিগুলোর চক্রান্ত ও ষড়যন্ত্র নস্যাৎ করে দিতে ঐক্যবদ্ধ হতে হবে। গণতন্ত্রকে মজবুত ভিতের ওপর দাঁড় করাতে হবে। তাহলেই ডা. মিলনের আত্মত্যাগ সার্থক হবে। খালেদা জিয়া বলেন, শহীদ ডা. শামসুল আলম খান মিলন সামরিক শাসনবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে একটি অবিস্মরণীয় নাম। একনায়কতান্ত্রিক দুঃশাসনের শৃঙ্খল থেকে গণতন্ত্রকে উদ্ধার করতে গিয়েই শহীদ হয়েছেন তিনি। গণতন্ত্রের জন্য তার এই সর্বোচ্চ আত্মদান এদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সব কর্তৃত্ববাদী, স্বৈরাচারী গণতন্ত্রবিরোধী শক্তির বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে ডা. মিলন আমাদের অবিরাম প্রেরণার উৎস। ডা. মিলনের আত্মার মাগফিরাত কামনা করেন বিএনপি চেয়ারপারসন। আলাদা বিবৃতিতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শহীদ ডা. শামসুল আলম মিলনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও রুহের মাগফিরাত কামনা করেন।

Previous articleআলেমরা সঙ্গে থাকলে দেশে জঙ্গিবাদের স্থান হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
Next articleদেশে খাদ্য নিরাপত্তার মান এখনও নিম্ন পর্যায়ে