Home রাজনীতি গণতন্ত্র ফিরে না আসা পর্যন্ত জঙ্গিবাদের উত্থান রোধ করা সম্ভব হবে না:...

গণতন্ত্র ফিরে না আসা পর্যন্ত জঙ্গিবাদের উত্থান রোধ করা সম্ভব হবে না: মাহবুব

493
0

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান বলেছেন, দেশে গণতন্ত্র না থাকায় বাংলাদেশ আজ সারাবিশ্বে জঙ্গি রাষ্ট্র হিসেবে পরিচিতি পাচ্ছে। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে অল কমিউনিটি ফোরাম আয়োজিত এক গোলটেবিল আলোচনায় তিনি একথা বলেন।

মাহবুবুর রহমান বলেন, বাংলাদেশ শান্তির দেশ। এদেশে কোনো জঙ্গি থাকতে পারে না। কিন্তু বর্তমান দেশে গণতন্ত্র অনুপস্থিত। এজন্য নানা গোষ্ঠী অপতৎপরতার সুযোগ পাচ্ছে। গণতন্ত্র ফিরে না আসা পর্যন্ত জঙ্গিবাদের উত্থান রোধ করা সম্ভব হবে না বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির এই নেতা বলেন, বিদেশিসহ সাম্প্রতিক সব হত্যাকাণ্ডের দায় স্বীকার করছে জঙ্গিগোষ্ঠি আইএস। কিন্তু, সরকার বলছে, দেশে কোনো আইএস নেই। তাহলে সরকার তাদের গ্রেপ্তার করে কেন প্রমাণ করছে না দেশে আইএস নেই?

তিনি বলেন, বাংলাদেশ বারবার উগ্রবাদের শিকার হচ্ছে। এটা গণতন্ত্রের জন্য অশনি সংকেত। এদের কঠোরভাবে দমন করতে না পারলে বাংলাদেশ এক সময় সিরিয়া, আফগানিস্তানের মত ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে পারে।

আয়োজক সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দীন বকুলের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দিলারা চৌধুরী, সাবেক এমপি সৈয়দ আসিফা আশরাফি পাপিয়া, বিএনপির সহ-তথ্য ও গবেষণা সম্পাদক হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

Previous articleগণতান্ত্রিক সুশাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক পর্যালোচনার আহ্বান
Next articleদেশের মানুষের জীবনরক্ষার চেষ্টা করার জন্য ক্ষমাপ্রার্থী