Home আঞ্চলিক গফরগাঁওয়ে হাত-পা বাঁধা মুখে গামছা গুজানো বস্তাবন্দী লাশ উদ্ধার

গফরগাঁওয়ে হাত-পা বাঁধা মুখে গামছা গুজানো বস্তাবন্দী লাশ উদ্ধার

1049
0
ফাইল ছবি

ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন জয়ধরখালী গ্রামের গয়েশপুর-মুখী সড়কের পাশ থেকে বস্তাবন্দি এক অজ্ঞাত পরিচয় যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর ১২টার দিকে লাশটি উদ্ধারের পর ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, উপজেলার জয়ধরখালী গ্রামের ফকিরপাড়া এলাকায় গয়েশপুর-মুখী সড়কের জুয়েল ফকিরের মৎস্য খামারের দিঘীর পাড়ে সকাল ৯টার দিকে একটি বস্তা পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়রা বস্তাটি খুলে হাত-পা বাঁধা ও মুখে গামছা গুজা অবস্থায় এক যুবকের লাশ দেখতে পান। হতভাগ্য যুবকের পরনে সাদা চেক লুঙ্গি ও নীল-সাদা চেক গেঞ্জি পরিচিত ছিল। এ খবর পাগলা থানা পুলিশকে অবহিত করা হলে সোমবার দুপুর ১২টা দিকে পুলিশ এসে লাশটি উদ্ধার এবং সুরতহাল রিপোর্ট করে থানায় নিয়ে যায়।

ঘটনাস্থল পরিদর্শনকারী পাগলা থানার এসআই মো: সাইদুজ্জামান বলেন, নিহত যুবকের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। মুখের ভেতর কাপড় গুজে দিয়ে মুখ গামছা দিয়ে বাঁধা ছিল। দুর্বৃত্তরা শ^াসরোধ করে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পাগলা থানার ওসি মো: শাহিনুজ্জামান খান জানান, অন্য কোথায় হত্যার পর লাশটি ওই খানে ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে।

Previous articleজনগণের উন্নয়নের জন্য বিচার বিভাগ স্বাধীন থাকা উচিত: আইনমন্ত্রী
Next articleজুলাই থেকে ই-পাসপোর্ট, থাকবে যেসব সুবিধা