Home আঞ্চলিক গাজীপুরে বাসের ধাক্কায় শ্রমিক নিহত, সড়ক অবরোধ

গাজীপুরে বাসের ধাক্কায় শ্রমিক নিহত, সড়ক অবরোধ

427
0

Map Gazipur 02
গাজীপুর: গাজীপুর কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় ওয়াল্টন কারখানার সামনে বাসের ধাক্কায় একজন শ্রমিক নিহত হয়েছেন। নিহত ছানোয়ার হোসেন (২৮) টাঙ্গাইল সদর উপজেলার উত্তর পারুটিয়া এলাকার আফাজ উদ্দিনের ছেলে। তিনি ওয়াল্টন কারখানায় সাধারণ শ্রমিক হিসেবে কাজ করতেন।
মঙ্গলবার সকালে এই দুর্ঘটনা ঘটে। এরপর ওই কারখানার বিক্ষুব্ধ শ্রমিকরা প্রায় ঘণ্টাখানেক কালিয়াকৈর-নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সকাল আটটার দিকে ছানোয়ার রাস্তা পার হওয়ার সময় দ্রুত বেগে তিতাস পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব-১৪-৪৮৫৮) তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শ্রমিকের মৃত্যুতে কারখানার শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে টায়ার জ্বালিয়ে প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় তারা গাড়িতে আগুন দিতে গেলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরে ঘাতক বাসটিকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। কোনাবাড়ী হাইওয়ে থানার (প্রস্তাবিত) ওসি মো. দাউদ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

Previous articleশিবগঞ্জে পদ্মায় নৌকা ডুবিতে ২ জনের মৃত্যু, নিখোঁজ ৩
Next articleখাবার না পেয়ে শ্রমিকলীগের সভায় মারামারি, আহত ১০