Home রাজনীতি গাজীপুরে বিএনপির মিছিলে পুলিশের গুলি, আহত অর্ধশতাধিক

গাজীপুরে বিএনপির মিছিলে পুলিশের গুলি, আহত অর্ধশতাধিক

501
0

গাজীপুর: গাজীপুরে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় সিটি মেয়র অধ্যাপক এম এ মান্নান ও শ্রমিক দল কার্যকরী সভাপতি সালাউদ্দিন সরকার ও পুলিশসহ অর্ধশতাধিক আহত হয়েছে। নারী সিটি কাউন্সিলরসহ কমপক্ষে ১০জন গুলিবিদ্ধ হয়েছে। দুপুর সোয়া ১২টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র নেতৃত্বে একটি মিছিল বের করলে পুলিশ তাতে বাধা দেয়। পরে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। পুলিশ বেশ বিপুল সংখ্যক রাউন্ড রাবার বুলেট, টিয়ারসল ছুড়ে। এর আগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগরের জেলা বিএনপি অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মেয়র বিএনপি নেতা অধ্যাপক এম এ মান্নানসহ দলীয় নেতৃবৃন্দ।

Previous articleলাক্স চ্যানেল আই সুপারস্টার হলেন নাদিয়া
Next articleডিজিটাল সেন্টার উদ্যোক্তা সম্মেলন মঙ্গলবার