ঢাকা: জামায়াত নেতা কামারুজ্জামানকে ফাঁসি দেয়ার পর হরতাল চলাকালে সোমবার সকালে গাজীপুরে একটি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস বিভাগের দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। ধারণা করা হচ্ছে, হরতালকারী জামায়াত-শিবির কর্মীরা তাতে আগুন ধরিয়েছে।
জয়দেবপুর ফায়ার সার্ভিস বিভাগের স্টেশন অফিসার মো. শাহিন আলম জানান, সকাল সাড়ে ছটার দিকে নগরের গাজীপুর বাসস্ট্যান্ড থেকে নবীনগরের উদ্দেশ্যে যাত্রীবাহি পলাশ পরিবহনের একটি বাস ছেড়ে দেয়ার সাথে সাথেই ঢাকা-গাজীপুর সড়কে অতর্কিতে কয়েকজন যুবক তাতে হামলা চালায়। প্রথমে ভাঙচুর করে পরে তাতে আগুন ধরিয়ে দিয়ে যুবকরা দ্রুত পালিয়ে যায়। এ সময় যাত্রীরা লাফিয়ে নামতে গিয়ে কয়েকজন সামান্য জখম হয়েছেন।