Home জাতীয় গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

443
0

গাজীপুরের কালিয়াকৈরে বাস ও লেগুনার সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ছয়জন। হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। মঙ্গলবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার টান সূত্রাপুর সাইনবোর্ড এলাকায় এ ঘটনা ঘটে।

কালিয়াকৈর থানার ওসি ওমর ফারুক ও হাইওয়ে পুলিশের গোড়াই থানার ওসি মোঃ হুমায়ুন কবির জানান, সকাল সাড়ে ৯টার দিকে কালিয়াকৈরের টান সূত্রাপুর এলাকায় উত্তরবঙ্গগামী একটি বাস ষ্টেশনে দাঁড়িয়ে থাকা একটি লেগুনাকে ধাক্কা দেয়। এতে লেগুনার চালকসহ চার যাত্রী ঘটনাস্থলে মারা যান এবং কমপক্ষে সাত যাত্রী আহত হন। আহতদের স্থানীয় কালিয়াকৈর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে অপর এক যাত্রী মারা যান।

Previous articleশেখ হাসিনা প্রবাসীদের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে: ব্যারিস্টার আবু বকর মোল্লা
Next articleকাদের সিদ্দিকী ও তার স্ত্রীর মনোনয়ন বাতিল, টাঙ্গাইলে কাল হরতাল