Home জাতীয় গাজীপুর সিটি নির্বাচন সুষ্ঠু হবে: ওবায়দুল কাদের

গাজীপুর সিটি নির্বাচন সুষ্ঠু হবে: ওবায়দুল কাদের

482
0
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ বিএনপির মত দেশের নির্বাচনের ইতিহাসকে কলুষিত করতে চায় না। বিএনপি ক্ষমতায় থাকার সময় মাগুরা, ঢাকা-১০, মিরপুর উপ-নির্বাচন এবং ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের যে ধরনের রেকর্ড করেছিল সে ধরনের রেকর্ড আওয়ামী লীগের নেই।
সোমবার বিকালে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন। মঙ্গলবার গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের কথা তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, এ সিটি কর্পোরেশন নির্বাচনও সম্প্রতি অনুষ্ঠিত অন্যান্য সিটি কর্পোরেশন নির্বাচনের মত অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে।
Previous articleবেগম জিয়ার জীবনকে সংকটাপন্ন করে তোলা হচ্ছে: মির্জা ফখরুল
Next articleআল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব না: এরদোগান