কিশোরগঞ্জ: মঙ্গলবার দিনভর গুঞ্জন ছিলো স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামকে সরিয়ে দফতরবিহীন মন্ত্রী করা হয়েছে। এ ব্যাপারে সন্ধ্যায় কিশোরগঞ্জে সৈয়দ আশরাফকে স্থানীয় সাংবাদিকেরা প্রশ্ন করলে বিষয়টিকে তিনি ‘মিডিয়ার খবর’ উল্লেখ করে বলেন, মিডিয়ার খবর মিডিয়ার কাছ থেকেই জানেন। আমি এই ব্যাপারে কিছুই জানি না। তিনি এ সময় আরো বলেন, গুজবে কান না দেওয়াই ভালো। মঙ্গলবার সন্ধ্যায় কিশোরগঞ্জ শহরের খরমপট্টি এলাকার তাঁর চাচার বাসায় এসে পৌঁছানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ এসব কথা বলেন। নিজ আসন কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) এ দুই দিনের সরকারি সফরের প্রথম দিনে মঙ্গলবার বিকাল সোয়া ৬টার দিকে কিশোরগঞ্জের বাসায় এসে পৌঁছান। সেখানে কিছুক্ষণ অবস্থানের পর বিকাল ৬টা ৪০ মিনিটে তিনি শহরের সমবায় কমিউনিটি সেন্টারে কিশোরগঞ্জ জেলা ও সদর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ইফতার পার্টিতে যোগ দেন। সেখানে ইফতারের পূর্বে মাত্র এক মিনিটের মতো শুভেচ্ছা বক্তব্য রাখেন সৈয়দ আশরাফ। ইফতারে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, জেলা প্রশাসক জিএসএম জাফরউল্লাহ্, পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খানসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।