Home রাজনীতি গুলশান থেকে শাহজাহানসহ ২ বিএনপি নেতা আটক

গুলশান থেকে শাহজাহানসহ ২ বিএনপি নেতা আটক

507
0

Shahjahan
ঢাকা: বিএনপির যুগ্ম-মহাসচিব ও নোয়াখালী সদর আসনের সাবেক এমপি মোহাম্মাদ শাহজাহান ও নির্বাহী কমিটির সদস্য বেলাল আহমেদকে আটক করা হয়েছে। সোমবার ভোররাতে গুলশান-১ থেকে তাদের আটক করে র্যাহব।
র্যা বের সহকারী পরিচালক (মিডিয়া) রুম্মন মাহমুদ আটকের সত্যতা নিশ্চিত করেছেন। সরকারবিরোধী চক্রান্ত এবং নাশকতা সৃষ্টির অভিযোগে তাদের আটক করা হয়েছে বলে জানান তিনি।
নোয়াখালী জেলা বিএনপির সভাপতি শাহজাহান নোয়াখালী সদর ও সুবর্ণচর এলাকার সাবেক সংসদ সদস্য। তাদের দুজনকেই র্যা ব সদরদপ্তরে নেওয়া হয়েছে।
এর আগে রবিবার রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা শামসুজ্জামান দুদুকে মিরপুর থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
৫ জানুয়ারি বিতর্কিত নির্বাচনের বর্ষপূর্তির সমাবেশ ঘিরে এ নিয়ে এখন পর্যন্ত বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী ও যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল গ্রেপ্তার হলেন।

Previous articleসুনামগঞ্জে মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল
Next articleজামায়াতের ভারপ্রাপ্ত আমিরসহ ৬ জনকে কারণ দর্শানোর নোটিশ