Home আঞ্চলিক গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী গ্রেফতার

গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী গ্রেফতার

426
0

নাইম তালুকদার: দঃসুনামগঞ্জ দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের খালপাড় গ্রামে গৃহবধূর লাশ উদ্ধার করেছে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ। ২ সন্তানের জননী গৃহবধূর নাম অউমিয়ুন বেগম (২৫)। তিনি খালপাড় গ্রামের জিলানী আহমদের স্ত্রী। ঘটনাস্থল থেকে নিহতের স্বামীকে গ্রেফতার করে থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে নিহতের স্বামী তার স্ত্রী অউমিয়ুন বেগম মারা গেছে বলে আশাপাশের লোকজনদেরকে অবহিত করে। তাৎক্ষণিক আশপাশের লোকজন পুলিশকে খবর দিলে এসআই গোলাম মুস্তফার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি ও লাশ উদ্ধার করে দক্ষিণ সুনামগঞ্জ থানা নিয়ে আসে। বিকেলে লাশের ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত গৃহবধূর মামা বাদী হয়ে নিহতের স্বামীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।

এসআই গোলাম মুস্তফা জানান, লাশের সুরতহালের ভিত্তিতে মৃত্যুর কারণ বুঝা সম্ভব নয়। তবে মৃত্যুর কারণ রহস্যজনক। ময়না তদন্তের ভিত্তিতে সঠিক কারণ জানা যাবে।

Previous articleশিয়াদের ওপর বোমা হামলায় যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নিন্দা
Next articleপুরান ঢাকায় বোমা হামলায় আইএসের দায় স্বীকার