
গোলাম আযমের লাশ একনজর দেখতে তার মগবাজার বাসায় ভিড় করেছেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। শুক্রবার সকাল ৮টার দিকে জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের লাশ নিজ বাসভবনে নেওয়া হয়।
সেখানে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিব মোমেন, জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী, জামায়াতের কেন্দ্রীয় নেতা আতাউর রহমান সরকার উপস্থিত রয়েছেন। তারা বলছেন, তাদের নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানাতেই এখানে এসেছেন।
এখন গোলাম আযমের মরদেহ গোসল করানো হচ্ছে। গোসল শেষে একটি হাসপাতালের হিমঘরে রাখা হবে। বিদেশে থাকা পাঁচ ছেলে দেশে ফিরলেই লাশ দাফন করা হবে।