Home রাজনীতি গ্যাসের দাম বাড়ানো একেবারেই অমূলক: বিএনপি

গ্যাসের দাম বাড়ানো একেবারেই অমূলক: বিএনপি

407
0

ঢাকা: আগামী জানুয়ারি থেকে সরকার গ্যাসের দাম বাড়ানোর যে সিদ্ধান্ত নিয়েছে তা একেবারেই অমূলক বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মলনে এ তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, গ্যাসের দাম বাড়লে উৎপাদন খরচ বাড়বে। বিদ্যুৎ খরচ বাড়লে কৃষি খাতের উৎপাদন খরচ বাড়বে। এই মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত একেবারেই অমূলক।
সরকারি সিদ্ধান্ত বহাল থাকলে কি ধরনের কর্মসূচি বিএনপি পালন করবে সে সম্পর্কে রিজভী বলেন, কর্মসূচির বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম আলোচনা করে কর্মসূচির সিদ্ধান্ত নেবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপি যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস উদ্দিন মামুন, বিএনপির প্রচার সম্পাদক আব্দুস সালাম প্রমুখ।

Previous articleজাতীয় পার্টি ক্ষমতায় গেলে সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা হবে: এরশাদ
Next articleসুনামগঞ্জে কোন কোন কেন্দ্রে ভোট দেবেন ভোটাররা