Home আঞ্চলিক ঘিওরে বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ঘিওরে বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ২

530
0

ঢাকা আরিচা মহসড়কের ঘিওরে বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। রোববার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার তরা (লালকুঠী) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মেহেরুন নেসা (১৯) ও মোঃ রাব্বি (২২)। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন।

নিহত মেহেরুন নেসা সিএসএম কলেজের ছাত্রী। তার বাসা সাভারের রেডিও কলোনীতে ও সাভার কলেজের ছাত্র মোঃ রাব্বির বাসা সাভারের ব্যাংক কলোনী এলাকায়। তারা বন্ধুদের সাথে নদী দেখতে আরিচার দিকে যাচ্ছিল। আহতদের মধ্যে সাভারের গেন্ডা এলাকার জয় নামে একজনের পরিচয় পাওয়া গেছে।

বরগংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়ামিন উদ দৌলা জানান, আরিচামুখী মাইক্রোবাস (ঢাকা মেট্টো চ-১৫-৬৯৫৩) ও পাটুরিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি পরিবহনের (অজ্ঞাত) মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। এতে মারাত্মকভাবে আহত হয় মাইক্রোবাসের ২ যাত্রী। মানিকগঞ্জ সদর হাসপাতালে আনার পর মেহেরুন নেসা মারা যায়। আরেক গুরুতর আহত রাব্বিকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়।

Previous articleসিলেটে ধর্ষিতার স্বামীর ফরিয়াদ
Next articleবিরোধীদলীয় নেতা হচ্ছেন রওশন এরশাদ