Home আঞ্চলিক চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের ছয় সদস্য গ্রেফতার

চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের ছয় সদস্য গ্রেফতার

459
0

চট্টগ্রামে কিশোর ছিনতাইকারী গ্যাংয়ের ছয় সদস্যকে গ্রেফতার করেছে খুলশী থানা পুলিশ। রোববার ভোরে নগরীর খুলশী ও বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হল ইয়াসিন মোল্লা, আবদুর রহিম, আমিরুল ইসলাম, জীবন হোসেন, মো. রিপন ও সাগর হোসেন।

খুলশী থানার ওসি প্রণব চৌধুরী জানান, গত শনিবার সকালে বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের এক ছাত্রকে পলিটেকনিক ইন্সটিটিউটের খেলার মাঠে নিয়ে গিয়ে ছিনতাই করে। এ ঘটনায় ওই ছাত্র খুলশী থানায় অভিযোগ দায়ের করেন।

পরে অভিযান চালিয়ে ছিনতাইয়ে জড়িত কিশোর গ্যাং দলের ছয় সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ছিনতাই হওয়া একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এছাড়া গ্রেফতাররা ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে ওসি জানিয়েছেন।

Previous articleবৃহস্পতিবার দেশে ফিরছেন প্রধানমন্ত্রী
Next articleআগস্ট মাস আসলেই অপশক্তিরা ষড়যন্ত্র শুরু করে: কাদের