Home ফিচার চট্টগ্রামে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

511
0

Songorsho 01
চট্টগ্রাম: সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে ঘটনার তিনদিন পার হতে না হতেই এবার চট্টগ্রামে আবারো সংঘর্ষে লিপ্ত সংগঠনটি। নগরীর পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ছাত্রলীগের দু’গ্রুপের এ সংঘর্ষে নুরুল আলম রাজু (২২) নামে এক কর্মী নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নগর পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (পাঁচলাইশ জোন) দীপক জ্যোতিষী শাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, ক্যাম্পাসে আধিপত্য বিস্তার নিয়ে গত বৃহস্পতিবার শাবিপ্রবি ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে সুমন চন্দ্র দাস নামের একজন ছাত্রলীগকর্মী নিহত হন। সংঘর্ষকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ ৫ জন গুলিবিদ্ধ হন। আহত হন আরো অন্তত ১০ জন।

Previous articleসাবেক আওয়ামী লীগ নেতা মোবারকের যুদ্ধাপরাধের রায় সোমবার
Next articleরাজধানীতে আলমারির ভেতর যুবকের লাশ