Home আঞ্চলিক চট্টগ্রামে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

চট্টগ্রামে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

423
0

চট্টগ্রাম-হাটহাজারী সড়কের বায়োজিদ থানার বালুচড়া এলাকায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত পৌনে ১টার দিকে বালুচড়া মিলের কোনা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ফাইদার চৌধুরী রাকিব (১৮), নেওয়াজ আহমেদ সোহেল (১৮) এবং মো. জাহেদ হোসাইন (২৮)। তাদের মধ্যে ফাইদার চৌধুরী রাকিব নগরীর এমইএস কলেজের বাণিজ্যিক বিভাগের একাদশ শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানান, রাত পৌনে ১টার দিকে বালুচড়া এলাকায় নগরী থেকে হাটহাজারীমুখী যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার (চট্টগ্রাম-থ ১১০৮৯৮) সঙ্গে বিপরীতমুখী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত ও চালকসহ অপর দুইজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছেন।

বয়োজিদ থানার উপ-পরিদর্শক (এসআই) নূরুল ইসলাম দুর্ঘটনায় তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

Previous articleখালেদা জিয়ার সাজা বৃদ্ধি চেয়ে দুদকের করা আপিলের শুনানি বুধবার
Next articleউন্নয়নশীলের তেলেসমাতি