Home আঞ্চলিক চট্টগ্রাম কলেজে ছাত্রলীগ-শিবির সংঘর্ষ: আহত ৫

চট্টগ্রাম কলেজে ছাত্রলীগ-শিবির সংঘর্ষ: আহত ৫

482
0

চট্টগ্রাম: চট্টগ্রাম কলেজে বিজয় দিবসের ফুল দিতে গিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েছে ছাত্রলীগ ও ছাত্রশিবির। এসময় একাধিক গুলির আওয়াজ শুনা গেছে। তবে কাদের পক্ষ থেকে গুলি করা হয়েছে তা এখনো জানা যায়নি। এ ঘটনায় ৫ জন আহত হয়েছে। পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম নগরীর চকবাজারে ছাত্রশিবির নিয়ন্ত্রিত চট্টগ্রাম কলেজ শহীদ মিনারে ফুল দিতে যায় ছাত্রলীগ। এসময় ছাত্রশিবির কর্মীরা বাঁধা দেয়ার চেষ্টা করলে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে কয়েকটি রাউন্ড গুলির শব্দ পাওয়া যায়।

নগর উত্তর ছাত্রশিবির সেক্রেটারি সালাহউদ্দিন মাহমুদ জানান, ছাত্রশিবির নয় বরং ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ হয়েছে। এতে কলেজে থাকা কয়েকজন ছাত্র আহত হয়েছে। ছাত্রলীগ বহিরাগতদের নিয়ে কলেজে ঢুকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পায়তারা করছে বলে তিনি অভিযোগ করেন। বিভিন্ন হলে ঢুকে ছাত্রলীগ কর্মীরা ভাংচুর চালায় বলেও জানান তিনি।

নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি জানান, তাদের নেতাকর্মীরা কলেজ শহীদ মিনারে ফুল দিতে গেলে ছাত্রশিবির বাঁধা দেয়। এতে তাদের কয়েকজন কর্মী আহত হয়।

এব্যাপারে জানতে চাইলে নগর পুলিশের সহকারী কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্রাচার্য্য জানান, বিজয় দিবসের ফুল দেওয়াকে কেন্দ্র করে চট্টগ্রাম কলেজে একটু সমস্যা হয়েছে। পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

Previous articleদেশে কোনো জঙ্গি সংগঠন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
Next articleবিজয় অনুষ্ঠানে বিস্ফোরণ, আহত ৪