Home বিনোদন চমক তারার ‘চটপটি’

চমক তারার ‘চটপটি’

360
0

 

বিনোদন ডেস্ক: সময়ের আলোচিত চিত্রনায়িকা চমক তারা অভিনীত ও কবি, অভিনেতা তারেক মাহমুদ পরিচালিত নতুন ছবি ‘চটপটি’ এর কাজ প্রায় শেষের পথে। সম্প্রতি ছবিটির তৃতীয় লটের কাজ সম্পন্ন হয়েছে। ছায়ালোক মিডিয়া স্টেশনের প্রথম প্রযোজিত এ ছবির কাহিনী, সংলাপ, চিত্রনাট্য, ও গান লিখেছেন পরিচালক নিজেই। নিজের এই নতুন ছবি প্রসংগে চমক তারা বললেন, ছবিটির গল্পের মধ্যে ভিন্নতা রয়েছে। গ্রাম থেকে আসা এক যুবকের গায়ক হয়ে ওঠার বাস্তবতা আর এক বারডান্সারের সাথে এক অন্ধ যুবকের সংসারের গল্প নিয়েই ছবিটির গল্প গড়ে উঠেছে। আমি আশা করছি ছবিটি মুক্তির পর আমাকে নতুনভাবে আবিষ্কার করবেন।

জানা গেছে আগামী বছরের শুরুর দিকেই ছবিটির কাজ সম্পন্ন করে এর মুক্তি দেবার প্রস্তুতি গ্রহণ শুরু হবে। ছবিটিতে চমক তারা ছাড়াও আরও অভিনয় করেছেন নীরব খান, জারা,সফিক খান দিলু, আফফান মিতুল, জিনান, শিখা কর্মকার, লিজা খানম, মিজানুর রহমান, আশিকুর রহমান পলাশ, কিরন, বাদল, আশিক দেওয়ানসহ আরো অনেকে। সংগীত পরিচালনায় আছেন বাসুদেব ঘোষ,সন্ন্যাসী, মীর হাসান স্বপন, অমিত কর, মাসুম।

Previous articleসংযুক্ত আরব আমিরাতে বিজয় দিবস উদযাপন
Next articleপাকিস্তানে অবস্থানরত যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী