Home বিভাগীয় সংবাদ চাঁদপুরে ছাত্রলীগের ২ গ্রুপের সংঘর্ষ, আহত ১০

চাঁদপুরে ছাত্রলীগের ২ গ্রুপের সংঘর্ষ, আহত ১০

303
0

চাঁদপুর: চাঁদপুরের ফরিদগঞ্জে ছাত্রলীগের দুই গ্রুপের সংর্ঘষে অন্তত ১০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার রাতে ফরিদগঞ্জ উপজেলা সদরে এ সংঘর্ষ হয়। জানা গেছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহবুব আলম সোহাগ ও ফরিদগঞ্জ বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ ছাত্রলীগের একাংশের সভাপতি রাশেদ গ্রুপের কর্মীদের মধ্যে কথা কাটাকাটির জের ধরে উত্তেজনা সৃষ্টি হয়। এরই জের ধরে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে দুই গ্রুপের মধ্যে প্রথমে হাতাহাতি, পরে সংর্ঘষ বাধে। কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়ায় সময় দুই গ্রুপের অন্তত ১০ জন ছাত্রলীগ কর্মী আহত হয়। আহতদের মধ্যে  কলেজ ছাত্রলীগের একাংশের সভাপতি রাশেদ, সহসভাপতি সবুজ, যুগ্মসম্পাদক সৈকত, দফতর সম্পাদক রাসেল, ছাত্রলীগ কর্মী রাজুসহ ৫ জন আহত হয়ে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

এদিকে সংঘর্ষের সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও কোনো গ্রুপকেই থামানোর চেষ্টা করেনি বলে স্থানীয় লোকজন অভিযোগ করেছে।

Previous articleগ্যাসের দাম বাড়ালে বাংলাদেশ বন্ধ হয়ে যাবে: মুজাহিদুল ইসলাম সেলিম
Next articleদেশে যা চলছে তা ভয়াবহ অশনি-সংকেত: মির্জা ফখরুল