Home বাংলাদেশের সংবাদ চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা ফখরুল

চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা ফখরুল

463
0

আবরার হত্যাসহ সম্প্রতি দেশে ঘটে যাওয়া নানা ঘটনার সময় দেশে ছিলেন না বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিয়মিত খোঁজ খবর রাখলেও সংবাদের ঘনঘটার সঙ্গে থাকতে পারেননি বলে জানিয়েছেন তিনি। গতকাল ২০ দিনের বিদেশ সফর শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সাংবাদিকদের এ কথা জানান মির্জা ফখরুল।
তিনি বলেন, আমি গিয়েছিলাম সিঙ্গাপুরের আমার চিকিৎসার কিছু ফলোআপ ছিলো। ওখানে দুইদিন থাকার পরে আমি অস্ট্রেলিয়াতে গিয়েছি। আপানারা সবাই জানেন, সেখানে আমার বড় মেয়ে (সামারুহ মির্জা) থাকে। আমি দলের কাছ থেকে ছুটি নিয়েছিলাম যে কিছুদিন একটু ওদের সঙ্গে কাটিয়ে আসবো। তবে আমি অনেক ঘটনা মিস করেছি।

Previous articleসরকারের ঘর পরিষ্কারে দুর্নীতি অর্ধেক কমবে: ওয়ার্কার্স পার্টি
Next articleশাবিপ্রবি’তে ভর্তি পরীক্ষা: সিলেটের তরুণদের এক ব্যতিক্রমী আয়োজন