ঢাকা: পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, ব্রহ্মপুত্রের উজানে চীন কি করছে সে ব্যাপারে শিগগিরই তথ্য উপাত্ত চাওয়া হবে। এব্যাপরে পানি সম্পদ মন্ত্রণালয় খুটিনাটি পর্যবেক্ষণ করছে। রাজধানীর ব্রাক সেন্টার ইনন, ইমারস ওয়াজেনিন ইউনিভার্সিটি, নেদারল্যান্ডস এবং ইনস্টিটিউট অব মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এর উদ্যোগে আয়োজিত ‘ইকোলোজিক্যাল ইঞ্জিনিয়ারিং ফর কোস্টাল প্রোটেকশন ইন বাংলাদেশ (ইকোবাস)’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
ড্যাম নির্মাণের বিষয়ে ব্রহ্মপুত্রের উজানে চীনের কর্মকাণ্ডে পানি সম্পদ মন্তক্রণালয় পুরোপুরি অবগত আছে বলেও জানান মন্ত্রী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর মোঃ আনোয়ারুল আজিম আরিফ এবং প্রো-ভাইস চ্যান্সেলর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।