Home আঞ্চলিক চুয়াডাঙ্গার দর্শনায় প্রকাশ্য দিবালোকে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দর্শনায় প্রকাশ্য দিবালোকে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

579
0

চুয়াডাঙ্গার দর্শনায় যুবলীগের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে প্রকাশ্য দিবালকে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। নিহত যুবলীগ কর্মীর নাম পল্টু (৩৮)। তিনি দর্শনার ইশবর চন্দ্রপুর গ্রামের আঃ রবের ছেলে। এই ঘটনায় শহিদুল (৪৫) ও মঞ্জুর হোসেন (৩৭) নামে দুই যুবলীগ কর্মী আহত হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৫টায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, শুক্রবার বিকেল সাড়ে ৫টায় যুবলীগ কর্মী পল্টু, দর্শনার ইশবর চন্দ্রপুর গ্রামের ফরজ আলির ছেলে মঞ্জুর ও এরেঙ মন্ডলের ছেলে শহিদুল দর্শনা পুরাতন বাজারস্থ রেলগেট হয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলো। এ সময় যুবলীগের আরেক গ্রুপের ১০/১২ জন তাদের মোটরসাইকেলের গতিরোধ করে দুজনকে টেনে-হেচড়ে নিয়ে যায়। এসময় প্রকাশ্য দিবালোকে রড দিয়ে বেধড়ক পিটিয়ে ও এলোপাথাড়ি কুপিয়ে চলে যায়। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় পল্টু, মঞ্জুর ও শহিদুলকে উদ্ধার করে চুয়াডঙ্গা সদর হাসপাতালে নেয়ার পথে যুবলীগ কর্মী পল্টু মারা যায়।

Previous articleরোহিঙ্গা ইস্যুতে এবার কঠোর হবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
Next articleরোববার মনোনয়ন ফরম বিতরণ করবে জাপা