চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার সদর উপজেলার ডিঙ্গেদহে যুবলীগের আভ্যন্তরীণ কোন্দলের জের ধরে আজিজুল নামে এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন একজন। সোমবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহত বুদোকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, দীঘদিন ধরে যুবলীগের মধ্যে আভ্যন্তরীণ কোন্দল চলে আসছে। সেপ্টেম্বরে জেলা যুবলীগের নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়। এতে জেলা যুবলীগের আহবায়ক ওবাইদুর রহমান চৌধুরী জিপুর সাথে যুবলীগ নেতা নইম হাসান জোয়ার্দ্দারের বিরোধ সৃষ্টি হয়। এ ঘটনার জের ধরে সোমবার রাত ৮টার দিকে ডিঙ্গেদাহ মানিকদি গ্রামে দুগ্রুপের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ধারালো অস্ত্রাঘাতে নইম গ্রুপের আজিজুল ঘটনাস্থলেই নিহত হন। অপরদিকে জিপু গ্রুপের বুদো আহত হন।
তবে উভয় গ্রুপ ঘটনার জন্য একে অপরকে দায়ী করেছে। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, যুবলীগের কমিটি গঠনের পর থেকে উভয় গ্রুপের মধ্যে হামলা ও মামলার ঘটনা চলে আসছিল। এরই জের ধরে হতাহতের ঘটনা ঘটে।