Home ফিচার ছাত্রজীবনে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন সিইসি নুরুল হুদা

ছাত্রজীবনে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন সিইসি নুরুল হুদা

439
0

ডেস্ক রিপোর্ট: ছাত্রজীবনে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। দৈনিক প্রথম আলো’কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি নিজেই এ তথ্য জানান। আজ প্রকাশিত ওই সাক্ষাৎকারে তার কাছে প্রথম আলো’র প্রশ্ন ছিল- আপনার পড়াশোনা? ছাত্ররাজনীতি? জবাবে নুরুল হুদা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যানে। অনার্সে ভর্তি হয়েছিলাম ১৯৬৬ সালে। মাস্টার্স শেষ হয়েছিল ১৯৭২ সালে। ছাত্ররাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতা ছিল। তখন কোনো না কোনো ছাত্রসংগঠনের সঙ্গে সবাই যুক্ত থাকতেন। আমি ছিলাম ফজলুল হক হল ইউনিয়নের ছাত্রলীগ থেকে নির্বাচিত নাট্য ও সাংস্কৃতিক সম্পাদক।
জনতার মঞ্চের সঙ্গে তার সম্পৃক্ততার অভিযোগ সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জনতার মঞ্চে আমি ছিলাম না। আমি ছিলাম কুমিল্লার ডেপুটি কমিশনার (ডিসি)। আর জনতার মঞ্চ ছিল ঢাকায়। সুতরাং, কুমিল্লা ডিসি হয়ে ঢাকায় অংশগ্রহণের প্রশ্ন আসে না। নবনিযুক্ত সিইসির কাছে প্রথম আলো’র প্রশ্ন ছিল-জনতার মঞ্চ যখন ঢাকায় চলছিল, তখন কুমিল্লায় ডিসি অফিস থেকে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছবি নামানোর ঘটনা ঘটেছিল। সেটা ঠিক? জবাবে নুরুল হুদা বলেন, এ রকমের একটি ঘটনা ঘটেছিল বলে আমি শুনেছিলাম। ডিসি চলে আসার পরে রাতে একটি দপ্তরে যদি কিছু ঘটে, তা ডিসির জানার কথা নয়। কারণ, ডিসি রাতে অফিসে থাকেন না। তখনকার দিনে কে নামিয়েছে বা নামায়নি, তা আমি জানি না।

Previous articleশুধু প্রধানমন্ত্রীর নয়, জনমতের প্রতিফলন ঘটেছে: ওবায়দুল কাদের
Next articleসন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতা চাই: প্রধানমন্ত্রী