নিউজ ডেস্ক: বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৭০ তম জন্মদিন পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অষ্ট্রিয়া শাখা। শনিবার অষ্ট্রিয়া রাজধানী ভিয়েনাতে ১৫ ই আগষ্ট্র বেগম খালেদা জিয়ার ৭০ তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটার মাধ্যমে জন্মবার্ষিকী অনুষ্টান শুরু হয়। অষ্ট্রিয়া ছাত্রদল সভাপতি নাছির উদ্দীন ভূইয়ার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শামজুজ্জামান শাহীন চৌধুরীর পরিচালনায় আলেচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অষ্ট্রিয়া ছাত্রদলের সাবেক সভাপতি ও তরুন সমাজসেবক মাইদুল মিয়া।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অষ্ট্রিয়া ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি জাকির হোসেন শামীম, সিনিয়র ছাত্রদল নেতা সাগর হোসেন, সম্মানিত সদস্য রুবেল মিয়া, সাংগঠনিক সম্পাদক মাহফুজ মুন্না, ক্রিড়া সম্পাদক সরোয়ার আলম, এ.কে.এম শাহেদ, মুক্তার হোসেন প্রমুখ।