Home বিভাগীয় সংবাদ ছাত্রদল নেতা শিমু খুন: সিলেট জেলা ও মহানগর বিএনপির নিন্দা, খুনীদের দৃষ্টান্তমুলক...

ছাত্রদল নেতা শিমু খুন: সিলেট জেলা ও মহানগর বিএনপির নিন্দা, খুনীদের দৃষ্টান্তমুলক শাস্থি দাবী

408
0

সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত শিমুকে খুনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ। শিমুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা। একই সাথে সুষ্টু তদন্তের মাধ্যমে এই হত্যাকান্ডের সাথে জড়িতদের খুজে বের করে দৃষ্টান্তমুলক শাস্থির দাবী জানান নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন- ত্যাগী ও মেধাবী ছাত্রনেতা আবুল হাসনাত শিমু খুনের ঘটনায় আমরা শোকাহত। আমরা তার রুহের মাগফেরাত কামনা করছি। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। সুষ্টু  ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িতেদর খুজে বের করে দৃষ্টান্তমুলক শাস্থির নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানাচ্ছি। আল্লাহ শিমুকে জান্নাতবাসী হিসেবে কবুল করুন ও তার পরিবারবর্গকেই এই শোক সইবার শক্তি দিন। আমীন।

Previous articleসমাবেশের অনুমতি পায়নি বিএনপি
Next articleজগন্নাথপুরে ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত