Home জাতীয় ছাত্রলীগকে সন্ত্রাসমুক্ত হতে হবে: খাদ্যমন্ত্রী

ছাত্রলীগকে সন্ত্রাসমুক্ত হতে হবে: খাদ্যমন্ত্রী

470
0

Kamrul 04
ঢাকা: খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ক্যাম্পাসকে শুধু পরিচ্ছন্ন রাখলেই চলবে না, সন্ত্রাসমুক্তও রাখতে হবে। এ জন্য ছাত্রলীগকেও সন্ত্রাসমুক্ত হতে হবে। ছাত্রলীগের নেতাদের একসময় মানুষ যেরকম সম্মান করত, আবার সে অবস্থা ফিরিয়ে আনতে হবে।’
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার দুপুরে ছাত্রলীগের ক্লিন ক্যাম্পাস, সেভ ক্যাম্পাস কর্মসূচীর উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। খাদ্যমন্ত্রী বলেন, ‘আমাদের সতর্ক থাকতে হবে। যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, যারা ইতিহাস বিকৃত করছে তাদের থেকে সবাইকে সতর্ক থাকতে হবে।’
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান, জবি ছাত্রলীগের সভাপতি শরীফুল ইসলাম প্রমুখ।

Previous articleদেশ পরিচালনা করার ক্ষমতা শেখ মুজিবের ছিলনা: শাহ মোয়াজ্জেম
Next articleবার্গম্যানের জরিমানা, অনাদায়ে কারাদণ্ড