ঝিনাইদহ প্রতিনিধি: ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ বলেছেন, এক শ্রেনীর দুর্নীতিবাজ আমলারা সরকারের সাফল্যকে নসাৎ করার চেষ্টা করছে। ছাত্রলীগ সরকারের অর্জন ম্লান হতে দেবে না। তিনি মঙ্গলবার ঝিনাইদহ সরকারী কেসি কলেজ চত্বরে জেলা ছাত্রলীগের সম্মেলন উপলক্ষ্যে আয়োজিত এক সমাবেশে উদ্বোধকের বক্তৃতায় এ কথা বলেন।বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সমালোচনা করে বলেন, তারেক হচ্ছে দুর্নীতির বর পুত্র। ২০০১ সালে ক্ষমতায় এসে তারা দেশকে জঙ্গিবাদের আস্তানায় পরিণত করেছিল।সোহাগ বলেন, আমরা শংকিত ছিলাম। কিন্তু গনতন্ত্রের মানস কন্যা শেখ হাসিনা জঙ্গিবাদের কলংক থেকে নতুন প্রজন্মকে আলোর পথ দেখিয়েছেন।ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সভাপতি খায়রুল ইসলামের সভাপতিত্বে ছাত্র সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ডাঃ দিপু মনি এমপি।সম্মেলনে ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই এমপি, সাধারণ সম্পাদক এড আজিজুর রহমান, সাবেক এমপি সফিকুল ইসলাম অপু, ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু, কালীগঞ্জের এমপি আনোয়ারুল আজিম আনার, মহেশপুর এলাকার এমপি নবী নেওয়াজ, ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না, সাইফজ্জুামান শেখর, ড. মোহাম্মদ সাজ্জাদ হোসেন, নাসিম আল মোমিন রুপক, রেজাউল করিম টিটন, জাহাঙ্গীর হোসেন, কেন্দ্রীয় নেতা মোস্তাফিজুর রহমান মোস্তাক, এরশাদুর রহমান চৌধুরী, শফিকুল ইসলাম শিমুল, ইসমাইল হোসেন ও আমিনুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সাহা মিথুন। বদিউজ্জামান সোহাগ আরো বলেন, বর্তমান সরকার ক্ষমতায় এসে দেশকে ডিজিটাল বাংলাদেশ করেছেন। তথ্য প্রযুক্তির প্রসার ঘটিয়ে নতুন প্রজন্মকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলেছেন।
তিনি বলেন, এখন আর খবরের জন্য মানুষকে টিভি বা পত্রপত্রিকার উপর নির্ভর করতে হয়না। ফেসবুকের মাধ্যমে দ্রুত বার্তা পৌছে যাচ্ছে বিশ্বের এক প্রান্ত থেকে অপর প্রান্তে। তিনি বলেন, বিএনপির দুঃশাসন থেকে শেখ হাসিনা একটি সৃমদ্ধশালী বাংলাদেশ উপহার দিয়েছেন।অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, জামায়াত শিবিরের হিংস্র থাকা থেকে ছাত্রলীগ দেশকে রক্ষা করেছেন। ভবিষ্যাতেও দেশ বিরোধী যে কোন অরাজতা ছাত্রলীগ প্রতিহত করেত প্রস্তুত রয়েছে।এদিকে ছাত্রলীগের সম্মেলন ২০১৪ উপলক্ষ্যে সকাল থেকেই জেলার বিভিন্ন স্থান থেকে কর্মীরা ঝিনাইদহ সরকারী কেসি কলেজ মাঠে সমবেত হতে থাকে। দুপুরের আগেই মাঠ কানায় কানায় পুর্ন হয়ে যায়। দিন ব্যাপী সম্মেলন শেষে রাতে কমিটি গঠন করা হবে বলে ছাত্রলীগের একটি সুত্র জানায়।