Home Uncategorized ছাত্রী হোস্টেলে মদ খেয়ে তরুণীদের নোংরা কাণ্ড!

ছাত্রী হোস্টেলে মদ খেয়ে তরুণীদের নোংরা কাণ্ড!

521
0

Hotel Girl
নিউজ ডেস্ক: আনন্দ উৎসবের নামে তরুণ তরুণীদের মাঝে বেহায়াপনা আড্ডা, গান বাজনা আর নোংরামী এখন প্রায় বাসাতেই হচ্ছে। আর বিভিন্ন মেস বা হোস্টেলেও তো হচ্ছেই। তবে এসব নোংরামী এখন দেখা যাচ্ছে ছাত্রীদের হোস্টেলেও। কোনও একটি বিষয়কে সেলিব্রেট করতে গিয়ে এসবের চল পশ্চিমা বিশ্বে হলেও এখন তা আমাদের তরুণ তরুণীদের মাঝেও ভর করেছে।
যে ভিডিও ক্লিপটি নিয়ে বলছিলাম সেটি কোন ছাত্রী হোস্টেলের তা ঠিক বোঝা যায়নী। তবে ভিডিওটিতে ছাত্রীরা পানীয় খেয়ে বলা যায় জামা কাপড় খেয়ে অর্ধ পোশাকে অশ্লীল ভঙ্গিতে যা করেছেন তা নোংয়রামীর নামান্তর ছাড়া আর কিছুই নয়।
ভিডিওটিতে প্রথমে একজন ওড়না দিয়ে প্রথমে ক্যামেরার সামনে এলেও ওড়না সরিয়ে পরে যা দেখালেন তা সরাসরি ভিডিওতে দেখতে পারেন।

Previous articleবিদ্যুতহীন কুমিল্লা: জনমনে ক্ষোভ
Next articleনাইজেরিয়ায় বোমা হামলায় নিহত ১২০