নাইম তালুকদার, দক্ষিণ সুনামগঞ্জ: ছাত্র জমিয়ত বাংলাদেশ দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা শাখার কাউন্সিল ও কর্মী সামাবেশ অনুষ্টিত হয়। উক্ত কাউন্সিলে সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ভোট গ্রহণ করা হয়। তবে পদের কোনো পরিবর্তন হয়নি। তারা ভোটের মাধ্যমে আবারও স্বপদে বহাল রয়েছেন। যেভাবে ভোট গ্রহণকরা হলো। উপজেলা ছাত্র জমিয়তের প্রত্যেক উনিয়ন শাখা থেকে মোট ৫ জনের ভোট গ্রহণ করাহয়।
তারা হলেন, সাভাপতি, সাধারণ সম্পাদক,সংগঠনিক সম্পাদক ও আরো ২ জন। মোট ৮ টি ইউনিয়নে ৪০ জন ভোটারের মধ্যে উপস্থিত ছিলেন ৩০ জন। ৩০ টি ভোটের মধ্যে, সাধারণ সম্পাদক পদে, শুয়াইব অাহমদ ২২ টি ভোট পেয়ে বিষন প্রতিদ্বিতার লড়াইয়ের পর অাবারও নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ৮ টি ভোট পেয়েছেন। # সাংগঠনিক সম্পদক পদে, অাবুসাঈদ ১৬ টি ভোট পেয়ে অাবারও নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী ছিলেন অারো ৩ জন। প্রতিদ্বন্দ্বীদ ের সহকারী পদে ভূষিত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা জমিয়তের উপদেষ্টা, উপজেলা জমিয়ত সভাপতি, শায়খুল হাদিস, শায়খ অাকবর অালী (কামরূপদলংগী হুজুর দা:বা:) সুনামগঞ্জ জেলা জমিয়ত সহ-সভাপতি, মাওলানা আফসার উদ্দীন, সহ-সম্পাদক, মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী। সাংগঠনিক সম্পাদক, মাওলানা মুশতাক অাহমদ গাজীনগরী, সুনামগঞ্জ জেলা যুব জমিয়ত সাধারণ সম্পাদক, মাওলানা অাব্দুল হাই, উপজেলা জমিয়ত সাধারণ সম্পাদক, মাওলানা অাব্দুল্লাহ, সাংগঠনিক সম্পাদক, মাওলানা অানোয়ার পাশা। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুব জমিয়ত সাধারণ সম্পাদক, মাওলানা খলিলুর রহমান।যুব জমিয়ত সহসাধারন সম্পাদক মাওঃনুর হোছাইন. দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ছাত্র জমিয়ত সভাপতি, মাওলানা অাব্দুল হাফিজ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুব জমিয়ত সহ- সম্পাদক, মৌলভী অাবুল কালাম, উপজেলা ছাত্র জমিয়তের সাবেক সহ- সভাপতি, মাওলানা রেজওয়ান আহমদ সহ-উপজেলা জমিয়ত,যুব জমিয়ত, ও ছাত্র জমিয়ত নেতৃবৃন্দ। শাখার সভাপতি ও ভোট প্রাপ্ত ৬ জন সহ-মোট ৭ জনকে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার দায়িত্ব দেয়া হয়েছে। এবং উক্ত কার্য কমিটির মিয়াদ ২ বছর দেয়া হয়। পরিশেষে, মোনাজাত পরিবেষণ করেন, উপজেলা জমিয়ত সভাপতি, শায়খ অাকবর অালী (কামরূপদলংগী হুজুর)।