Home আঞ্চলিক জগন্নাথপুরের রানীগঞ্জ বাজারে চুরি

জগন্নাথপুরের রানীগঞ্জ বাজারে চুরি

664
0

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ বাজারের বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় আতাউর রহমান মার্কেটের মেসার্স সায়মা, জান্নাত আনিসা অটো ওয়ার্কসপে পিচনে দরজা ভেঙ্গে দোকানে থাকা মালামাল চুরি করে নিয়ে গেছে।

দোকানের মালিক উপজেলা স্বেচ্ছাসেবক লীগের মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. মখলুছ মিয়া জানান, প্রতিদিনের ন্যায় তিনি বৃহস্পতিবার দোকান বন্ধ করে বাড়িতে চলে যান।

তার ভাতিজা সাইদ মিয়া (১৬) দোকানে গুমন্ত ছিল। চারজন চোর দোকানের পিছনের দরজা ভেঙ্গে বিতরে প্রবেশ করে দোকানে থাকা মোটরসাইকেল সহ বিভিন্ন গাড়ির বেয়ারিং, টিউব ও যতাংশ নিয়ে যায়। এতে প্রায় ৬০ হাজার টাকার মালামাল ছিল। তার ভাতিজা । আঘাত করে আহত করে দোকানে রেখে যায়।

তিনি আফসোস করে বলেন, আমরা অসহায় বাজার ব্যাবসায়ী দোকান এখন নিরাপদ নায়। বিগত কয়েক মাস চুরির আমাদের এলাকায় কমে ছিল। এ চুরির বিষয় আমাকে হতবাগ করেছে। তিনি চোরদের বিরুদ্ধে অ্যাকশন যেতে সকলের কাছে অনুরোধ জানান।

Previous articleরাধিকার অজানা জীবন
Next articleসিরামিকসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জয়া