Home আঞ্চলিক জগন্নাথপুরে অবৈধভাবে জলমহালে মাছ আহরণের অভিযোগ

জগন্নাথপুরে অবৈধভাবে জলমহালে মাছ আহরণের অভিযোগ

421
0

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে একটি জলমহালে অবৈধভাবে মাছ আহরণের অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে স্থানীয় মৎস্যজীবিদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

জানা গেছে, জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ও চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের অšর্—ভূক্ত কলাখাই নাগডোরা জলমহালটি উন্মূক্ত রয়েছে। এ জলমহালের মাছ আহরণ করা নিয়ে স্থানীয় গন্ধর্বপুর গ্রামের দুই মৎস্যজীবি প্রতিনিধি মনোরঞ্জন সরকার ও প্রাণনাথ সরকারের মধ্যে বিরোধ দেখা দেয়। এ নিয়ে তাদের মধ্যে মামলা-মোকদ্দমা চলছে।

এরই জের ধরে গত ৫ অক্টোবর প্রাণনাথ সরকারের দায়ের করা একটি আবেদনের প্রেক্ষিতে ভূমি আপীল বোর্ডের সহকারি সচিব আমিনুর রহমান খান এ জলমহালটির সকল কার্যক্রম স্থগিত করে দেন। স্থগিতাদেশ থাকা সত্বেও প্রতিপক্ষ মনোরঞ্জন সরকার এ জলমালটি স্থানীয় আলমাছ মিয়া ও তরিক মিয়ার কাছে সাবলীজ দেন। বর্তমানে আলমাছ মিয়া ও তরিক মিয়া নবীগঞ্জ উপজেলার বাটর গ্রামের বহিরাগত জেলেদের দিয়ে মাছ আহরণ করছেন। প্রতিদিন জলমহালে বলদা জাল, বড় জাল, বেল জালসহ বিভিন্ন জাল দিয়ে জেলেরা অবৈধভাবে মাছ আহরণ করছেন বলে প্রাণনাথ সরকারের লোকজন অভিযোগ করে জানিয়েছেন।

Previous articleসরকার জামায়াতকে নেতৃত্ব শূন্য করতে নেতাকর্মীদের জেলে পাঠাচ্ছে: জামায়াত
Next articleদুর্নীতি ফাস হওয়ার ভয়ে কাজিরবাজার ব্রীজে বাস-ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা !