Home আঞ্চলিক জগন্নাথপুরে আওয়ামীলীগ প্রাথী আব্দুল মনাফ মেয়র নির্বাচিত

জগন্নাথপুরে আওয়ামীলীগ প্রাথী আব্দুল মনাফ মেয়র নির্বাচিত

369
0

স্টাফ রিপোর্টার: জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রাথী আব্দুল মনাফ বেসরকারীভাবে বিপুল ভোটের ব্যবধানে মেয়র নির্বাচিত হয়েছেন। পৌরসভার১১ কেন্দ্রে নৌকা প্রতীকে তার প্রাপ্ত ভোট ৯৩৩০ তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপি প্রাথী রাজু আহমদের প্রাপ্ত ভোট ৫৬৯০ ভোট। ৩৬৪০ ভোটের বিশাল ব্যবধানে আওয়ামীলীগ প্রাথী আলহাজ্ব আব্দুল মনাফ বেসরকারীভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। উল্লেখ্য আব্দুল মনাফ এর আগে জগন্নাথপুর পৌরসভার প্রথম মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন।

Previous articleসোমবার সংবাদ সম্মেলন করবেন খালেদা জিয়া
Next article২০১৫ মানবাধিকার পরিস্থিতির উদ্বেগজনক বছর